শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

ভারতের চন্দ্র অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় এক মণিপুরি বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ‘বিক্রম’। এর মাধ্যমে ভারত এক ইতিহাস রচনা করে। বিষ্ণুপুর জেলার থাঙ্গা ওইনাম লেইকাইয়ের মণিপুরি বিজ্ঞানী রঘু নিংথৌজাম ব্যাঙ্গালোরে ইসরো সদর দপ্তরের টেকনোলজি ডেভেলপমেন্ট এন্ড ইনোভেশনে ডেপুটি ডিরেক্টরের পদে রয়েছেন। তিনি এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিগত ১৮ বছর ধরে ইসরোতে কাজ করছেন তিনি। ঐতিহাসিক চন্দ্রযান-৩ মিশনের অংশীদার হয়ে তিনি তার আনন্দ প্রকাশ করেন। তিনি ডিএম কলেজ অফ সায়েন্সে পদার্থবিদ্যায় অনার্সে স্নাতক সম্পন্ন করেন এবং মণিপুর বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীতে পদার্থবিদ্যায় মাস্টার্স পাস করেন। এর পর, তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি থেকে পদার্থবিদ্যায় স্বর্ণপদক অর্জন করেন।

চন্দ্রযান-২ মিশনের সূচনাকারী ১২ সদস্যের কোর কমিটিতে ছিলেন তিনি। চন্দ্রযান-৩ বিজ্ঞানীদের একটি টিমওয়ার্ক ছিল।

চন্দ্রযান-৩ এর তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে। তা হলো- চাঁদের পৃষ্ঠে অবতরণ; রোভার আনলোড করা; এবং রোভারের পেলোডে লাগানো আলফা পার্টিকেল ইনডিউসড এক্স-রে স্পেকট্রোমিটার (এপিএক্সএস) এর মতো বিভিন্ন প্রযুক্তির সাহায্যে চাঁদের মাটি, পাথরের উপাদান বিশ্লেষণ করা।

পেলোডটিতে তাপমাত্রা এবং কম্পনের মতো অন্যান্য বৈশিষ্ট্যসহ চাঁদের পৃষ্ঠের ভৌত বৈশিষ্ট্যগুলো অধ্যয়ন করার প্রযুক্তিও রয়েছে।

চাঁদের পৃষ্ঠে চন্দ্রযানের সফল অবতরণ চাঁদের অনেক অজানা দিককে মানবজাতির কাছে তুলে ধরবে। 

অন্যদিকে আসামের শিলচরের বাসিন্দা ওয়াই বিশাল চন্দ্রযান-৩ এর তাপ নিয়ন্ত্রণ দলের একজন ছিলেন। মণিপুর ও আসামের বেশকিছু বিজ্ঞানী ও সংস্থা এ অভিযানে অংশ নেন এবং তাদের সহযোগিতার ফলেই এ অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

আর.এইচ/ আই. কে. জে/ 

চন্দ্রযান-৩

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন